- শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

| পৌষ ৭ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

সন্ধান মিললো মসজিদুল হারাম থেকে নিখোঁজ বাংলাদেশি হজযাত্রীর

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৪, ৪ জুন ২০২৩

সন্ধান মিললো মসজিদুল হারাম থেকে নিখোঁজ বাংলাদেশি হজযাত্রীর

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মসজিদুল হারাম মসজিদ থেকে হারিয়ে যাওয়া বাংলাদেশি হজযাত্রী আবদুল হকের সন্ধান মিলেছে। আজ রবিবার সকালে সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর সদস্য তাকে খুঁজে বের করে হোটেলে পৌঁছে দেন।এ তথ্য জানিয়েছেন আবদুল হকের ছেলে মহি ইউ খান মামুন।

তিনি বলেন, আমার আব্বা ও আম্মা গত ১লা জুন পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্য মক্কা শরীফ যান।গত শুক্রবার ২রা জুন আছরের নামাজের পর  সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারাম মসজিদ থেকে হারিয়ে যান আমার বাবা।দুর্ভাগ্যক্রমে ওনার সাথে আইডি কার্ড, মোবাইল ও প্রয়োজনীয় কোন কাগজপত্র ছিল না।

এরপর পবিত্র মক্কায় সৌদি পুলিশ, সৌদির কেন্দ্রীয় হজ্ব অফিস এবং বাংলাদেশের হজ্ব মিশনকে অবগত করা হয়েছিল।রবিবার সকালে বাবার সন্ধান পাওয়া গেছে।এছাড়া তিনি হোটেলে ফিরেছেন বলেও জানান আবদুল হকের ছেলে মহি ইউ খান মামুন। 


 

আর সি