- শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

| পৌষ ৭ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

২০২১ সালে জাপানে শিশু নির্যাতনের ঘটনা ২০৭,০০০ টি

ষ্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫:৫৮, ৯ সেপ্টেম্বর ২০২২

২০২১ সালে জাপানে শিশু নির্যাতনের ঘটনা ২০৭,০০০ টি

২০২১ সালে জাপানে শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ২০৭,০০০ টি যা আগের বছরের থেকে ২,৬১৫ বেশি।স্থানীয় সময় আজ শুক্রবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্যে জানায়,দেশে  শারীরিকভাবে লাঞ্ছনা, মানসিক নির্যাতনসহ শিশুদের প্রতি সহিংসতা ক্রমাগতভাবে বেড়েই চলেছে।শিশু  নির্যাতন নিয়ন্ত্রণে সামাজিক সুরক্ষায় সরকারের নজরদারি জোরদার করা প্রয়োজন বলে মনে করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন,করোনভাইরাস মহামারীর প্রভাবে শিশু  নির্যাতন আরও বেড়েছে জাপানে ।শিশু নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা বাড়াতে এবং শিশুদের প্রতিপালনকারী পরিবারকে সহায়তা করার জন্য জুন মাসে জাপান শিশু কল্যাণ আইন সংশোধন করেছে বলে জানান এই কর্মকর্তা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে,২০৭,০০০ টি  শিশু নির্যাতনের ঘটনার মধ্যে মানসিক নির্যাতনের হার ৬০.১ শতাংশ, ২৩.৭ শতাংশ শারীরিক নির্যাতন, অবহেলা ১৫.১ শতাংশ  এবং যৌন নির্যাতনের হার ১.১ শতাংশ ছিল।মানসিক নির্যাতনের সংখ্যা আগের বছরের তুলনায় ৩,৩৮৮ বেড়েছে।শারীরিক নির্যাতনের সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে ৭৯৭ টি।

২০২১ সালে শিশু নির্যাতনের ঘটনার ১০৩,১০৪ টি মামলা পুলিশের কাছে নিয়ে আসে শিশু পরামর্শ কেন্দ্রে।২৮,০৭৫টি ঘটনা পুলিশের কাছে নিয়ে আসে প্রতিবেশীরা এবং পরিচিতসহ পরিবারের দ্বারা  ১৭,৩৪৪ টি শিশু নির্যাতনের ঘটনার মামলা পুলিশের কাছে আসে বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে দেখা গেছে আগের বছরের থেকে শিশু নির্যাতনের ঘটনার মামলা কমেছে ৫২১টি।  


 

আর সি