টোকিওতে চলমান কোভিড-১৯ সংক্রমন প্রতিরোধ সংশ্লিষ্ট বিধি নিষেদের প্রেক্ষিতে চলতি বছরের ২১ ফেব্রুয়ারীতে শহীদ মিনারে ফুল দিচ্ছেনা জাপানে অবস্থিত বাংলাদেশ দুতাবাস।
সোমবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে দূতাবাস। দূতাবাসের পক্ষে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কাউন্সিলর ও দূতালয় প্রধান শেখ ফরিদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর ২১ শে ফেব্রুয়ারি “ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ” উপলক্ষ্যে ইকেবুকুরো নিশিগুচি পার্কে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা সম্ভব হচ্ছে না ।
তবে , সাধারণত ইকেবুকুরো নিশিগুচি পার্কে ব্যক্তিগতভাবে প্রবেশের ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা নেই বলেও জানায় দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেউ যদি ঐদিন ব্যক্তিগত উদ্যোগে পার্কে গমন করতে চান , সেক্ষেত্রে জাপান সরকার নির্দেশিত আইন ও বিধিবিধান (স্বাস্থ্যবিধিসহ) যথাযথভাবে পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
আর এ এস/আর এ