ছবি:দ্যা মাইনিচি
ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার বিপক্ষে বিক্ষোব করেছে জাপানে অবস্থিত ইউক্রেন প্রবাসীরা। বৃহস্পতিবার টোকিও'র শিবুইয়া স্টেশনের সামনে অন্তত ২০ জনের অধিক প্রবাসী হাতে যুদ্ধ বিরোধী প্ল্যাকার্ড নিয়ে এ বিক্ষোভ প্রদর্শন করে।
বিক্ষোভে অংশ নেয়া এক ইউক্রেন প্রবাসী বলেন, তিনি তার পরিবারের থেকে দুরে রয়েছেন ৩ বছর হতে চলেছে। কোভিড-১৯ এর কারণে তিনি তার দেশে যেতে পারছিলেন না।
তিনি বলেন, আমি আমার পরিবারের সদস্যদের খুব মিস করি। এর মধ্যে রাশিয়ার এ হামলা ন্যাক্কারজনক।
সমাবেশে দেখা যায়, বিক্ষোভকারীরা "ইউক্রেনীয় জনগণকে হত্যা করা বন্ধ করুন" সহ প্ল্যাকার্ড প্রদর্শন করেছে এবং যুদ্ধের বিরোধিতা করার আহ্বান জানিয়েছে৷
এদিকে বিক্ষোভে অংশ নেয়া ২৬ বছর বয়সী একজন আইটি ইঞ্জিনিয়ার, যিনি পাঁচ বছর ধরে জাপানে আছেন। তিনি বলেন, আমি কান্নায় ভেঙ্গে পড়েছিলাম যখন এ খবর শুনি।
তিনি বলেন, সন্ধ্যায় ফোনে ইউক্রেনে আমি আমার বাবা-মায়ের সাথে কথা বলতে পেরেছি। এখন পর্যন্ত আমাদের বাড়িতে কোন হামলা হয়নি বলেও স্বস্তি প্রকাশ করেন এই প্রবাসী।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে ভ্লাদিমির পুতিনের ঘোষণার পরপরই ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা শুরু করেছে রাশিয়ান সেনারা।
প্রসঙ্গত এ নিয়ে পৃথিবীব্যাপী নিন্দার ঝড় বইছে। পশ্চিমা দেশগুলোসহ তাদের মিত্ররা এ নিয়ে রাশিয়ার উপর নজিরবিহীন নিষেধাজ্ঞা দেয়ার ঘোষণা দিয়েছে।
আর এ