- শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

| পৌষ ৭ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

জাপান সরকারের বিরুদ্ধে মৃত শ্রীলংকান ছাত্রীর পরিবারের মামলার প্রস্তুতি

ষ্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১:৫১, ২ মার্চ ২০২২

জাপান সরকারের বিরুদ্ধে মৃত শ্রীলংকান ছাত্রীর পরিবারের মামলার প্রস্তুতি

ছবি:আছাহি ডট কম

জাপানের কেন্দ্রীয় অভিবাসন কেন্দ্রে শ্রীলংকান ছাত্রীর মৃত্যুর ঘটনায় সরকারের বিরুদ্ধে মামলা করবে তার পরিবার। এই সপ্তাহের পর এই মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বলে পারিবারিক সুত্র থেকে জানা গেছে।

আগামী শুক্রবার নাগোইয়া জেলা আদালতে এ মামলা করার সম্ভাবনা আছে বলে জানা যায়। তবে এ বিষয়ে এখনো চুড়ান্ত কিছু জানা যায়নি।

এর আগে, ২০১৭ সালে স্টুডেন্ট ভিসায় জাপানে আসেন শ্রীলংকান এ ছাত্রী। এরপর গত বছরের আগষ্টে তার ভিসার মেয়াদ না থাকাতে আটক করা হয়।  এ বছরের জানুয়ারীর মাঝামাঝি থেকে তার পেটে ব্যাথা এবং শরীরে নানা সমস্যা দেখা দেয় এবং মার্চের ৬ তারিখে মারা যায়।

পরবর্তীতে এ নিয়ে মৃত ছাত্রীর পরিবারের অন্যান্য সদস্যরা সুষ্ঠ বিচারের দাবীতে মানব বন্ধন করে এবং এ ঘটনার বিচার চেয়ে জাপানের প্রধানমন্ত্রী বরাবর চিঠি লেখেন।

চিঠিতে শ্রীলংকান পরিবার এটিকে হত্যাকান্ড বলে দাবী করেন এবং এর সঠিক তদন্তসহ বিচারের অনুরোধ জানান যেখানে অভিবাসন কেন্দ্রের কোন অন্তর্ভুক্তি থাকবে না।


 

আর এ