- শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

| পৌষ ৭ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

শিনজো আবের মৃত্যুতে বিসিসিআইজের শোক

ষ্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০২:৪৪, ১০ জুলাই ২০২২

শিনজো আবের মৃত্যুতে বিসিসিআইজের শোক

সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টি ইন জাপান (বিসিসিআইজে)। এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি এ শোক প্রকাশ করেন। 

শোক বার্তায় সংগঠনটি থেকে বলা হয়, শিনজো আবে বাংলাদেশের একজন ঘনিষ্ঠজন ছিলেন এবং তিনি বাংলাদেশকে অত্যন্ত ভালবাসতেন। 

তাঁর অকাল মৃত্যুতে জাপানের জনগন এক অসাধারণ নেতাকে হারালো এবং বাংলাদেশ হারালো একজন অকৃত্রিম বন্ধুকে বলেও উল্লেখ করা হয় শোক বার্তায়।

আর এ