জাপানের পুলিশিকাজে ভূমিকা রাখাতে বাহিনীটির কাছ থেকে সন্মাননা পেলেন বাংলাদেশের ছেলে মোঃ জাহিদুল ইসলাম।সোমবার সাইতামা'র পুলিশ প্রশাসন জাহিদের হাতে তার সহযোগী ভূমিকার জন্য প্রশংসা পত্র তুলে দেন। এ সময় পুলিশের পক্ষ থেকে জাহিদের সহযোগীতার কথা তুলে ধরে ধন্যবাদ জ্ঞাপন করেন।
জানা যায়, গত মাসের ১৭ তারিখে আনুমানিক রাত ১ টার সময় কাজ শেষ করে বাসায় ফেরার পথে জাহিদ একজন মদ্যপ ব্যক্তিকে রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখেন। এ সময় মদ্যপ ব্যক্তিটির সাইকেলও রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখা যায়। যার ফলে স্বাভাবিকভাবে রাস্তায় গাড়িগুলো চলতে পারছিল না।
এ অবস্থায় জাহিদ নিজে দায়িত্ব নিয়ে মদ্যপ ব্যক্তি এবং তার সাইকেলটি ফুটপাতে নিয়ে আসেন এবং এ তথ্য বিস্তারিতভাবে স্থানীয় পুলিশকে জানিয়ে সাহায্য চান।
পরবর্তীতে পুলিশ এলে তাদের কাছে মদ্যপ ব্যক্তিটিকে বুঝিয়ে দেন জাহিদ।
জানা গেছে, দীর্ঘ প্রায় ১ মাস সাইতামা পুলিশ এ বিষয়ে নানা পর্যবেক্ষনের পর জাহিদকে তার কর্মের সন্মাননা দেয়ার সিদ্ধান্ত নেয় এবং চলতি মাসের ১৩ তারিখে একটি প্রশংসাপত্র প্রদান করে। এ সময় জাপানের পুলিশরা জাহিদসহ বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, উচ্চ শিক্ষা অর্জনের লক্ষে ২০১৮ সালে জাহিদ জাপানে আসেন। তার পৈতৃক নিবাস বাংলাদেশের কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা।
আর এ/আর এ এস