- শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

| পৌষ ৭ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উৎসব

টোকিওতে "মত বিনিময় সভা এবং চলচ্চিত্র প্রদর্শন" অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:২৩, ২৩ ডিসেম্বর ২০২১

টোকিওতে

স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে টোকিওতে "মত বিনিময় সভা এবং চলচ্চিত্র প্রদর্শন" শিরোনামে বাংলাদেশের ৫০তম বিজয় দিবস করেছে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা।
রবিবার টোকিও'র কিতা ওয়ার্ডস্থ বিভিও অডিটোরিয়ামে "টোকিও বিজয় মেলা"এর ব্যানারে এ অনুষ্ঠান পালন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে অতিথিরা বিগত সময়ে বাংলাদেশের সাফল্য-ব্যার্থতা নিয়ে নানা পর্যালোচনা করেন। এ সময় বিজয় দিবস উপলক্ষে টোকিওতে বাংলাদেশিদের অংশগ্রহনে আগামীতে 'মেলা' করা নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে স্বাধীনতাকালীন বাংলাদেশের সাংস্কৃতি অঙ্গনের সরাসরি ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। স্বাধীনবাংলা নিরুপনে তখনকার চলচ্চিত্রের যে শক্তিশালী ভূমিকা ছিল তারই ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার ক্ষেত্রে আলোচকরা ভিন্ন ভিন্ন মতামত দেন এ অনুষ্ঠানে।
এ সময় স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রথম বাংলা চলচ্চিত্র "ওরা এগারো জন" প্রদর্শন করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কবি মোতালেব শাহ আয়ুব প্রিন্স, আবদুল হালিম, দাস পঙ্কজ কুমার, নন্দী খোকন কুমার, পিন্টু বড়ুয়া প্রমূখ।

অনুষ্ঠানটির আহ্বায়ক হিসেবে ছিলেন ডা.মাসুদ খান টুটুল এবং সঞ্চালার দায়িত্বে ছিলেন পি আর প্ল্যাসিড।
 

আর এ/আর এ এস