- রোববার ২২ ডিসেম্বর ২০২৪

| পৌষ ৭ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

রেস্তোরাঁর খাবারে ৪০০০ ডলারের মুক্তা পেলেন আমেরিকান এক যুবক

টোকিও বাংলা নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:০৪, ৩ অক্টোবর ২০২২

রেস্তোরাঁর খাবারে ৪০০০ ডলারের মুক্তা পেলেন আমেরিকান এক যুবক

রেস্তোরাঁয় খেতে বসে ৪০০০ ডলারের মুক্তা পেলেন আমেরিকান স্কট নামের এক যুবক।সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে খাওয়ার জন্য অর্ডার করেছিলেন ঝিনুক।খাবার খেতে খেতে হঠাৎ পেয়ে গেলেন মহামূল্যবান বেগুনি রঙের মুক্তা।

জানা যায়,পরিবারের সঙ্গে ছুটি কাটাতে রেহোবোথ সমুদ্রসৈকতে যান ওই যুবক। সেখানে উঠেছিলেন সৈকতের কাছের একটি রিসোর্টে। পরিবারের সঙ্গে রাতের খাবার খাচ্ছিলেন স্কট।খাবারের মধ্যে ছিল সামুদ্রিক ঝিনুকও।

স্কট রেস্তোরাঁ থেকে ওই মুক্তা নিয়ে চলে যান।পরে বাড়ি ফিরে ইন্টারনেট ঘেঁটে মুক্তাটির বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করেন তিনি।পড়ে এক মুক্তা বিশেষজ্ঞের কাছে গেলে মুক্তা বিশেষজ্ঞ স্কটকে জানান,তার পাওয়া মুক্তটির আনুমানিক দাম ৪০০০ ডলার।মুক্তার দাম শুনে আনন্দে আত্মহারা হয়ে বাড়ি ফিরে আসেন স্কট।

পরিবারের সঙ্গে সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে বেগুনি রঙের মূল্যবান মুক্তাটি পেয়ে রাতারাতি ধনী বনে গেলেন স্কট।    

আর সি