শুধু ১৯৭১ সাল ধরলেই হবে না। বাংলাদেশের মানুষ আর বাঙ্গালী জাতির আন্দোলনের ইতিহাস ও তার জয়ের গল্প অনেক আগে থেকেই। ইতিহাস বলে ১৯৫২ এর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যুদ্ধজয়ের গল্প লেখা শুরু। কিন্তু ইংরেজদের তাড়ানোর দায়িত্বটা কি বাদ যাবে তাহলে? এ ইতিহাস অনেক দীর্ঘ এবং আনন্দের। অধিকার আদায়ের নামে গনতন্ত্রের যে বীজ তা বাঙ্গালী জাতি অনেক আগে থেকেই ধারন ও লালন করে আসছে। অর্থনৈতিক উন্নয়ন, পরিবারের সদস্যদের একটু উন্নত জীবন ধারন এগুলোতো সেই শত বছর আগে থেকেই বাঙ্গালী চেতনায় আন্দোলনের লাভা হয়ে বেরিয়ে এসেছে আমাদের মনন ও মস্তিস্ক থেকে।
তাহলে আজ কেন উন্নয়নের নামে প্রতিবাদী মানুষদের চুপ করে দেয়া? বাংলাদেশের মানুষদের যত সাহসী গল্প আমাদের প্রজন্ম থেকে প্রজন্মকে শোনাবো বলে এখনো বাকী, তা হলো একাত্তরের গল্প। যে গল্পের নায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ইতিহাসেওতো গনতন্ত্রের কথাই ছিল। মানুষের বাক স্বাধীনতার কথা ছিল। তাহলে কি তিনি উন্নয়ন চাইতেন না? নাকি সময়ের সঙ্গে সঙ্গে গনতন্ত্রের পাঠ্যপুস্তকও পাল্টে যায়?
আর এ সুজন
সম্পাদক
টোকিও বাংলা নিউজ ডট কম।
আর এ/আর এ এস