সম্প্রতী বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে কুমিল্লা জেলার নানুয়ার একটি পূজা মন্ডপে কতিপয় লোক মন্ডপের সামনে রাস্তার ধারে তাদের একপি মূর্তি গণেশের পায়ের উপর ইসলাম ধর্মের পবিত্র ধর্ম গ্রন্থ কোরান রাখাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে ভয়াবহ তান্ডব লীলা চলে। যা মোটেও সমর্থন যোগ্য নয়।
বাংলাদেশ স্বাধীন হবার মূমন্ত্রর মধ্যে একটি ছিল ধর্ম নিরপেক্ষতা। আর এজন্যই দেশ আমাদের হাঁটছিল সম্প্রীতির পথে। কিন্তু দৃর্ভাগ্য হলেও সত্য যে, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট পট পরিবর্তনের পর সেই পথ ঘুরে যায়। এখন বাংলাদেশ চলছে কোন দিকে, বোঝা মুশকিল। এই পথে চলতে থাকলে একসময় আমরা হয়ে যাবো নিরুদ্দেশ যাত্রী। গন্তব্য হয়ে যাবে ভয়াবহ। আমাদের আগামী প্রজন্মর কথা ভেবেই আমাদের নিজেদের মধ্যে সম্প্রীতি বজার রাখার জন্য যা কিছু করণীয় তাই করতে হবে। সুতরাং আসুন আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে নিজেদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য সম্প্রীতি গড়ে তুলি।
আর এ সুজন সম্পাদক
টোকিও বাংলা নিউজ ডট কম