- শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

| পৌষ ৭ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

৫৫৩ জন স্নাতক শিক্ষার্থীর প্রশংসাপত্রে ভুল সিল

ষ্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩:৩৫, ৩০ মার্চ ২০২২

৫৫৩ জন স্নাতক শিক্ষার্থীর প্রশংসাপত্রে ভুল সিল

জাপানের পশ্চিমাঞ্চলের একটি মিউনিসিপ্যাল ​​প্রাথমিক বিদ্যালয় ২০১৮ থেকে ২০২১ শিক্ষাবর্ষের ৫৫৩ জন স্নাতক শিক্ষার্থীকে একটি ভিন্ন স্কুলের সিলসহ ডিপ্লোমা প্রশংসাপত্র দিয়েছে।২৯ মার্চ শহরের শিক্ষা বোর্ড এ ঘোষণা করেছে।

বোর্ডের স্কুল শিক্ষা বিভাগ জানায়, ১৮ মার্চ একটি স্নাতক অনুষ্ঠানের পরে স্কুলের একজন শিক্ষার্থী এই ভুল লক্ষ্য করার পরে ঘটনাটি প্রকাশ্যে আসে।প্রশংসাপত্রে তিনটি সিলের মধ্যে দুটি অন্য প্রাথমিক বিদ্যালয়ের ছিল বলে জানায় শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।

শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা বলেন,"আমরা সরকারী নথি তৈরি এবং অফিসিয়াল সিলগুলির যথাযথ ব্যবহারের বিষয়ে নির্দেশনা প্রদান করব এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করার চেষ্টা করব।" 

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আরও জানান,তারা শিক্ষার্থীদের পরিবারের কাছে ক্ষমা চাইতে এবং তাদের সঠিক প্রশংসাপত্র দেওয়ার জন্য গ্র্যাজুয়েটদের বাড়িতে যেতে চান। 
 

আর সি

আরো পড়ুন