- শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

| পৌষ ৭ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

প্রাথমিকের ২০২১ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা বাতিল

ষ্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:৫৯, ৮ নভেম্বর ২০২১

প্রাথমিকের ২০২১ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা বাতিল

এবারও প্রাথমিক শিক্ষার বার্ষিক ও সমাপনী পরীক্ষা হচ্ছে না।তবে নিজ নিজ প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসের জন্য মূল্যায়ন করবে।

বার্ষিক পরীক্ষা বাতিলের বিষয়টি সোমবার (৮ নভেম্বর) নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন।

তিনি বলেন, মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীরই বার্ষিক পরীক্ষা নেওয়া হবে না। তবে প্রতিষ্ঠান তাদের নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থীদের পরের ক্লাসের জন্য মূল্যায়ন করবে।

এরআগে গত ২৬ অক্টোবর সমাপনী পরীক্ষা বাতিলের ঘোষণা দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।বলা হয়েছিল, শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে।

আর সি