ছবি:ইন্টারনেট
বিয়ে সেরে ফেললেন রাজকুমার রাও-পত্রলেখা। পত্রলেখার ১১ বছরের ‘প্রেমিক’ এ বার 'স্বামী' হলেন। সেই আনন্দে সোমবার ইনস্টাগ্রামে প্রেমপত্রও লিখে ফেলেছেন নতুন বর।রাজকুমার লিখলেন, ‘১১ বছরের প্রেম, বন্ধুত্ব, ভালবাসা, আনন্দের পর আজ আমার দুনিয়ার সঙ্গে সাত পাক ঘুরলাম। তোমার স্বামীর তকমা পাওয়ার থেকে বেশি আনন্দ আর কিছুতেই নেই।’
আর নববধূ পত্রলেখা বিয়ের ওড়নায় বাংলায় লিখলেন ‘আমার পরান ভরা ভালবাসা আমি তোমায় সমর্পণ করিলাম’।