ছবি:
স্ট্রিমিং পরিষেবা নেটফ্লিক্স তার সিরিজ "দ্য আনলাইকলি মার্ডারার" এর জন্য সুইডেনে একটি মানহানির মামলার মুখোমুখি হয়েছে৷সিরিজটি ১৯৮৬ সালে সুইডিশ প্রধানমন্ত্রী ওলোফ পালমের অমীমাংসিত হত্যাকাণ্ডের উপর ভিত্তি করে৷
বিচারপতির অফিসের চ্যান্সেলর মঙ্গলবার এএফপিকে জানিয়েছেন,যে ব্যক্তি মানহানির মামলাটি জমা দিয়েছেন তার পরিচয় শ্রেণীবদ্ধ করা হয়েছে।
প্রসঙ্গত,সুইডিশ আইনের অধীনে আপনি মৃত ব্যক্তির মানহানি করতে পারেন, আইনে বলা হয়েছে মৃত ব্যক্তিরও খ্যাতি বা সুনাম নষ্ট হয় এমন কোনো বক্তব্য দিলেও মানহানির মামলা হতে পারে।
উল্ল্যেখ্য, ২০১৫ সালের হিট "মেকিং এ মার্ডারার" সহ অন্যান্য সিরিজের জন্য নেটফ্লিক্স অনেকগুলি মানহানির মামলার সম্মুখীন হচ্ছে৷
আর সি