ছবি:লিওনার্দো ডিক্যাপ্রিও
রহস্যময় ও রোমাঞ্চকর চরিত্রের বিতর্কিত ধর্মগুরু জিম জোনসকে নিয়ে এবার তৈরি হচ্ছে সিনেমা।১৯৭৮ সালের সবচেয়ে বৃহত্তম ও নৃশংসতম গণ-আত্মহত্যার করুণ কাহিনী।এই কাহিনীর নায়ক পিপল’স টেম্পল নামে ধর্মীয় মতবাদের প্রবক্তা জিম জোনস।
জানা গেছে,বিতর্কিত এ ধর্মগুরুর চরিত্রে অভিনয় করবেন অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও।ছবিটির চিত্রনাট্য লিখেছেন স্কট রোজেনবার্গ।
উল্ল্যেখ্য,ছবির পরিচালকের নাম এখনো জানা যায়নি।তবে,জিম জোনসের ভূমিকায় অভিনয়ের পাশাপাশি সিনেমার সহপ্রযোজক হিসেবেও থাকবেন লিওনার্দো ডিক্যাপ্রিও।
আর সি