চলচ্চিত্র নিয়ে চলছে স্নায়ুযুদ্ধ। আক্রমণ-পাল্টা আক্রমণে সরগরম নেট দুনিয়া। একদিকে অনন্ত জলিল-বর্ষা, অন্যদিকে রায়হান রাফি ও অনন্য মামুন।
অনন্ত জলিল প্রযোজিত ‘দিন-দ্য ডে’, রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ এবং অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ মুক্তি পেয়েছে কোরবানির ঈদে। প্রত্যেকের দাবি, তাদের সিনেমা ভালো চলছে। পাওয়া যাচ্ছে না টিকিট। নিজের ছবির কাটতি বাড়াতে অন্য ছবির সংশ্লিষ্টদের সম্পর্কে নেতিবাচক কথা বলছেন অনন্ত জলিল ও বর্ষা।
চলমান এই কাদা-ছোড়াছুড়ি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছিলেন পরীমণি। কারণ, তার স্বামী শরীফুল রাজ ‘পরাণ’ সিনেমায় অভিনয় করেছেন।
ফেসবুকে পরীমণি লিখেছেন, “আপনার থেকে এরকম ইমম্যাচিউর আচরণ আশা করা যায় না ভাইয়া! আমরা তো বড়দের কাছ থেকে শিখতে চাই। যাইহোক, আমি রাজকে নিয়ে ‘দিন-দ্য ডে’ দেখব নিশ্চয়ই। শুভ কামনা বর্ষা আপু, অনন্ত জলিল ভাইয়া।”
এর আগে একটি টেলিভিশন সাক্ষাৎকারে বর্ষা শরীফুল রাজকে ‘পরীমণির স্বামী’ বলে কটাক্ষ করেন বর্ষা। শুধু তাই নয়, পরীমণিকে নিয়েও নেতিবাচক মন্তব্য করেন তিনি।
আর এ