- শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫

| পৌষ ২০ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

বাড়িতে গাঁজা রাখার সন্দেহে গ্রেফতার জাপানি অভিনেতা নাগায়ামা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ১৫:৪১, ১৬ জুন ২০২৩

বাড়িতে গাঁজা রাখার সন্দেহে গ্রেফতার জাপানি অভিনেতা নাগায়ামা

ছবি:দ্যা মাইনিচি

বাড়িতে গাঁজা রাখার সন্দেহে গ্রেফতার হলেন জাপানি অভিনেতা কেনতো নাগায়ামা।তদন্তকারী সূত্র থেকে জানায় বাড়িতে গাঁজা রাখার সন্দেহে ১৬ জুন গ্রেপ্তার করা হয়েছে অভিনেতা কেনতো নাগায়ামাকে। 

তদন্তকারী পুলিশ জানায়,এপ্রিলে মাসে এই অভিনেতার টোকিওর মেগুরো ওয়ার্ডের অ্যাপার্টমেন্টে গাঁজা রাখার অভিযোগে আসে।মেট্রোপলিটন পুলিশ বিভাগের কর্মকর্তারা গাঁজা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে ১৬ জুন ভোরে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে বলে জানায় তদন্তকারী পুলিশ।  

৩৪ বছর বয়সী নাগায়ামা ২০০৭ সালে  অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন।২০১০ সালে মুক্তিপ্রাপ্ত "সোফুটোবোই" (সফ্টবল বয়েজ) চলচ্চিত্রসহ অসংখ্য চলচ্চিত্র এবং টিভি নাটকে অভিনয় করেন তিনি।এছাড়া সেরা নতুন অভিনেতা হিসেবে জাপান একাডেমি চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন  তিনি।

সম্প্রতি তিনি লাইভ অ্যাকশন ফিল্ম "টোকিও রেভেঞ্জার্স ২: ব্লাডি হ্যালোইন - ডেসটিনি," জনপ্রিয় মাঙ্গা সিরিজ "টোকিও রিভেঞ্জার্স" থেকে গৃহীত কেইসুকে বাজি চরিত্রে অভিনয় করেছেন।সিনেমাটি ৩০ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে।   
 

আর সি