ঈদে ঢাকাসহ সারাদেশে মুক্তি পাচ্ছে বাংলাদেশের পরিচালক রায়হান রাফী পরিচালিত সুড়ঙ্গ সিনেমা।আফরান নিশো ও তমা মীর্জা জুটির প্রথম সিনেমা এটি।এবার প্রথমবারের মতো এই ২ শিল্পী বড় পর্দায় জুটি হয়েছেন।সুড়ঙ্গ সিনেমায় নিশো অভিনয় করেছেন মাসুদ চরিত্রে। তমা অভিনয় করেছেন ময়না চরিত্রে।
ঈদে সুড়ঙ্গ মুক্তি পাবে কিন্তু তার আগেই সারা দেশে ব্যাপক আলোচনা হচ্ছে সিনেমাটি নিয়ে। বিশেষ করে এই সিনেমায় নিশোর লুক এবং অভিনয় দর্শকরা বেশ ভালো মতো নিয়েছেন, যা ট্রেইলারের প্রতিক্রিয়া দেখে বোঝা যাচ্ছে।
নিশো বলেন, 'ভীষণ সাড়া পাচ্ছি চারদিক থেকে। এতটা সাড়া পাব ভাবিনি। সবাই প্রশংসা করছেন। তমার ভাষায়, সুড়ঙ্গ সত্যিই চমক নিয়ে আসছে। আর মাত্র কটা দিন পরই সে চমক দেখা যাবে। সিনেমাটি দেখার জন্য আমিও অপেক্ষা করছি।
উল্লেখ্য,আফরান নিশো টেলিভিশন নাটক ও ওয়েব ফিল্মের পরীক্ষিত অভিনেতা। দীর্ঘদিন ধরে জনপ্রিয়তা ও সুনাম ধরে রেখে অভিনয় করে আসছেন। অন্যদিকে তমা মীর্জা সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্মে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন।
আর সি