- শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

| পৌষ ৭ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

নতুন সিনেমায় অভিনয় করতে চলেছেন নিশো

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ২০:১৬, ১৫ জুলাই ২০২৩

নতুন সিনেমায় অভিনয় করতে চলেছেন নিশো

‘সুড়ঙ্গ’র পর নতুন সিনেমায় অভিনয় করতে চলেছেন আফরান নিশো।পরিচালক আবরার আতহারের সঙ্গে আবার জুটি বাঁধতে চলেছেন তিনি।জানা গেছে, খুব দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা আসবে নতুন এ সিনেমার।এর আগে এই নির্মাতার থ্রিলারধর্মী ‘মাইনকার চিপায়’- ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন নিশো।

ঈদুল আজহায় ‘সুড়ঙ্গ’সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক হয়েছে অভিনেতা আফরান নিশোর।এখনও সিনেমাটি প্রেক্ষাগৃহে বেশ দাপটে চলছে।

জানা গেছে, গ্যাংস্টার ক্রাইম ঘরানার নতুন এই চলচ্চিত্র প্রযোজনা করবে সুড়ঙ্গ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই।আপাতত সিনেমাটি নিয়ে কিছুই বলতে নারাজ প্রযোজনা সংস্থা। 

আর সি