- রোববার ২২ ডিসেম্বর ২০২৪

| পৌষ ৮ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

জাপানে ৩১ অক্টোবর সাধারণ নির্বাচন

 যুবকদের ভোট দেয়ার আহ্বান তারকাদের 

ষ্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:১৭, ২০ অক্টোবর ২০২১

 যুবকদের ভোট দেয়ার আহ্বান তারকাদের 

আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠীতব্য জাপানের জাতীয় নির্বাচনে নতুন ভোটারসহ যুবকদের ভোট দেবার আহ্বান জানিয়েছেন একসঙ্গে ১৪ জন সেলিব্রেটি। আসছে ভোটকে কেন্দ্র করে ইউটিউব মাধ্যমে তারা এ আহ্বান জানান।
ভয়েজ প্রজেক্ট তোহো ওয়া আনাটা নো কোয়ে (ইউর ভোট ইজ ইউর ভয়েজ) শীর্ষক ৩ মিনিটের এ ভিডিও বার্তায় জাপানের ১৪ জন সেলিব্রেটি উঠতি যুবকদের এ আহ্বান জানান। 
ভিডিওটি ইউটিউবে প্রকাশের পর এ পর্যন্ত প্রায় ৩ লক্ষ ১০ হাজারেরও অধিক লোকজন দেখেছে ।
ভিডিওটিতে অভিনয় শিল্পী ফুমি নিকাইডো (২৭) বলেন, এটা কোন বিজ্ঞাপন কিংবা রাজনৈতিক ক্যাম্পেইন নয়।
তাইগা নাকানো (২৮) বলেন, এই ভিডিওটি আমরা আমাদের নিজস্ব চিন্তা ভাবনা থেকে করেছি।
আমরা সবাই ভোট শুরুর প্রথম দিকেই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিবো। ৩৮ বছর বয়সী মিডিয়া ব্যাক্তিত্ব অগুরী এমন মন্তব্য করেন।
এ ভিডিও বার্তায় শিল্পী মাসাকী সুদা জাপানে ভোট প্রক্সিয়ায় যুবকদের কম আগ্রহে আশ্চার্য্য প্রকাশ করেন। তিনি তার মধ্যে একজন বলেও দাবী করেন এ সময়।
শিল্পীদের এ ভিডিও বার্তায় ছিলেন হলিউড ব্লকবাস্টার এর ৬১ বছর বয়স্ক তারকা ওয়াটানাবে। যখন আপনি আপনার কথা এবং আপনি চাওয়া সম্পর্কে প্রকাশ করতে পারবেন তখন তা আপনাকে শান্তি দিবে বলে উল্লেখ করেন এ তারকা।
উল্লেখ্য এ ভিডিও বার্তাটি গত শনিবার ইউটিউবে প্রকাশ করা হয়।