ড. আসিফ নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের প্রধানের দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে। বাংলাদেশ সরকারসহ বিভিন্ন দলের রাজনৈতিক কর্মকান্ডের আলোচনা এবং সমালোচনা করার ক্ষেত্রে তার দীর্ঘদিনের পরিচিতি রয়েছে। আজ আমরা তার সর্বশেষ একটি পোষ্ট পাঠকদের জন্য তুলে ধরলাম।
তাদের কথাও বলতে হবে
সংখ্যালঘুদের উপর গত কয়েকদিনের নারকীয় হামলা আমাদের মর্মাহত করেছে। এসব প্র্রতিটি আক্রমনের বিচার আমরা চাই। সেই সাথে কুমিল্লায় পুলিশের গুলিতে যারা মারা গেল তাদের কথাও যেন আমরা ভুলে না যাই।
পুলিশের কি সেখানে তাদের মেরে ফেলা ছাড়া বিকল্প ছিল না? তারা কি প্রথমে তাদের সতর্ক করার জন্য রাাবার বুলেট বা ফাঁকা গুলি ছুড়েছিল? নাকি সরাসরি বডিলাইন গুলি করেছিল- এগুলো অবশ্যই তদন্ত করতে হবে।
এসব তদন্ত না করা হলে পুলিশকে ট্রিগার হ্যাপী করে তোলা হবে। বিচারহীনতার সংস্কৃতি আরো প্রকট হবে। অনেক মানুষের মনে তীব্র ক্ষত রয়ে যাবে।
মনে রাখতে হবে, এদেশে প্রতিটি মানুষের মানবাধিকার রয়েছে, বেচে থাকার অধিকার রয়েছে।
ন্যায়বিচার সম্পূর্ণ ভাবে, সবার জন্য করতে হয় তাই।