ওসাকার জাপান মিন্টে ৩০০ টিরও বেশি গাছে ফুটছে সাকুরা
জাপানের জাতীয় ফুল ‘সাকুরা’ বা চেরি গাছের ফুল। হরেক কিসিমের রঙের হলেও হাল্কা গোলাপি, প্রায় সাদা চেরি ফুলটিই সব চেয়ে বেশি জনপ্রিয়।এবার ওসাকার কিটা ওয়ার্ডে জাপান মিন্টে ৩০০ টিরও বেশি গাছে ফুটছে চেরি ফুল।গতকাল বৃষ্টির মধ্যেও জাপান মিন্ট মাঠে লোকেরা চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করতে জড়ো হয়েছিল।