- শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

| পৌষ ৭ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

ফিস ফিঙ্গার বানানোর রেসিপি

টোকিও বাংলা নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৩২, ৬ নভেম্বর ২০২১

ফিস ফিঙ্গার বানানোর রেসিপি

কী করে বানাবেন  ফিশ ফিঙ্গার।আজ দেখে নিন কীভাবে বানাবেন  ফিস ফিঙ্গার।

উপকরণ:

মাছ: ৩০০ গ্রাম

সর্ষে: ১ চা চামচ

বেসন: ১/২ চা চামচ

রসুন বাটা: ১ টেবিল চামচ

সর্ষের তেল: ডিপ ফ্রাইয়ের জন্য

ডিম: ২টি

জিরে: ১ চা চামচ

কালো জিরে: ১ চা চামচ

ময়দা: ১ ১/২ টেবিল চামচ

পাউরুটির গুঁড়ো: ২ কাপ

লাল লঙ্কাগুঁড়ো: ১ চা চামচ

নুন: ১ চা চামচ

প্রণালী

প্রথমে সর্ষে, জিরে, কালো জিরে ভাল করে বেটে নিন। এ বার একটি পাত্রে এই বাটামশলা, রসুনবাটা, লাল লঙ্কাগুঁড়ো ও নুন দিয়ে ভাল করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এ বার অন্য একটি পাত্রে ডিম ফেটিয়ে নিয়ে তার সঙ্গে ময়দা মেশান।

এ বার মাছের  পিসগুলি খুব সরু সরু করে কেটে ফিশ ফিঙ্গারের আকার দিন। তারপর মাছের  পিসগুলি মশলার মিশ্রণের মধ্যে ভাল করে মিশিয়ে দিন, যাতে মশলাটা মাছে ঢুকে যাবে।

কড়াইতে ডিপ ফ্রাইয়ের জন্য তেল দিন। তেল গরম হলে মাছের  পিসগুলি ডিমের মিশ্রণে একবার ডুবিয়ে পাউরুটির গুঁড়ো মাখিয়ে নিয়ে ভাজতে থাকুন।

বেশ লাল রং হয়ে এলে তেল থেকে তুলে তারপর সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

আর সি