কীভাবে বানাবেন চকোলেট পিনাট বাটার আইসক্রিম, দেখে নিন।
উপকরণ:
পাকা কলা: ৪টি (ফ্রিজে রাখা)
পিনাট বাটার: ১/৪ কাপ
কোকো পাউডার: ১/৩ কাপ
চকোলেট প্রোটিন পাউডার: ১ টেবিল চামচ
খাঁটি ভ্যানিলা এক্সট্র্যাক্ট: ১/৪ চা চামচ
নুন: ১/৮ চা চামচ
দুধ সামান্য
প্রণালী
ব্লেন্ডারে সব উপকরণ এক সঙ্গে দিয়ে দিন। মিশ্রণটি মসৃণ হয়ে গিয়েছে কি না দেখুন। কলা ঠিক ভাবে মিশে না গেলে সামান্য দুধ দিয়ে আবার মেশান। এরপর মিশ্রণটা ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। তারপর জমে গেলে আইসক্রিম স্কুপ দিয়ে বার করে করে পরিবেশন করুন।
আর সি