ছবি:কিয়োদো নিউজ
জাপান স্বাস্থ্য মন্ত্রনালয়ের কাছে প্রচলিত BA.5 সাবভেরিয়েন্টের জন্য তৈরি করা নতুন বাইভ্যালেন্ট করোনাভাইরাস ভ্যাকসিন দেওয়ার অনুমোদন চেয়েছে মডার্না। বাইভ্যালেন্ট ভ্যাকসিনটি ওমিক্রন সাবভেরিয়েন্ট BA.4 এবং BA.5 এবং আগের স্ট্রেনের বিরুদ্ধে কাজ করেছে বলে জানায় মডার্না।আজ বুধবার মডার্না জাপানের স্বাস্থ্য মন্ত্রনালয়ের কাছে এই অনুরোধ জানিয়েছে বলে জানায় স্বাস্থ্য মন্ত্রনালয়।
স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়,গত মাসে অনুরূপ ভ্যাকসিনের জন্য জাপানের স্বাস্থ্য মন্ত্রনালয়ের কাছে অনুরোধ জানিয়েছে আবেদন করেছে ফাইজার।
স্বাস্থ্য মন্ত্রনালয় আরও জানায়,সেপ্টেম্বর মাসে মডার্না এবং ফাইজারের তৈরি ওমিক্রন সাবভেরিয়েন্টের বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে জাপান।এই ওমিক্রন সাবভেরিয়েন্টের বুস্টার ডোজগুলো BA.1 সাবভেরিয়েন্টের জন্য তৈরি বলে জানায় জাপানের স্বাস্থ্য মন্ত্রনালয়।
উল্লেখ্য, মডার্নার আপডেট করা নতুন বাইভ্যালেন্ট করোনাভাইরাস ভ্যাকসিনটি ১৮ বছর বয়সী বা তার বেশি বয়সীদের জন্য উপযোগী।ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে মডার্নার আপডেট করা নতুন এই বাইভ্যালেন্ট ভ্যাকসিনটি।
আর সি