- শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

| পৌষ ৭ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

ওসাকায় ১৪৫ জনকে মেয়াদোত্তীর্ণ করোনা টীকা দিয়েছে চিকিৎসা প্রতিষ্ঠান

ষ্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫:২২, ৮ অক্টোবর ২০২২

ওসাকায় ১৪৫ জনকে মেয়াদোত্তীর্ণ করোনা টীকা দিয়েছে চিকিৎসা প্রতিষ্ঠান

ছবি:দ্যা মাইনিচি

ওসাকা প্রিফেকচারের কিশিওয়াড়া শহরের ১৪৫ জনকে মেয়াদোত্তীর্ণ করোনা টীকা দিয়েছে একটি চিকিৎসা প্রতিষ্ঠান।৭ অক্টোবর স্থানীয় পৌর সরকার জানায় চিকিৎসা প্রতিষ্ঠান যে ১৪৫ জনকে করোনা টীকা দিয়েছিল সেগুলোর মেয়াদ ১৩৩ দিন আগে শেষ হয়ে গিয়েছিল।মেয়াদোত্তীর্ণ টীকা নেওয়ার ফলে ১৪৫ জনের অসুস্থতার  কোনও রিপোর্ট পাওয়া যায়নি বলে জানায় স্থানীয় সরকার।

পৌরসভা সরকারের স্বাস্থ্য প্রচার বিভাগের মতে, ফাইজার ইনকর্পোরেটেড ভ্যাকসিনের কোল্ড স্টোরেজের মেয়াদ শেষ হয়ে গেছে। দুর্ঘটনাটি ঘটেছে কারণ চিকিৎসা প্রতিষ্ঠানের কর্মীরা টীকার মেয়াদসহ অন্যান্য তথ্যে লেবেল সঠিকভাবে পূরণ করতে ব্যর্থ হয়েছিল।

 শহরের চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে ভ্যাকসিন পরিচালনা করতে সতর্ক করেছে পৌরসভা সরকার। 

আর সি