ছবি: এনএইচকে
জাপান অভ্যন্তরীণভাবে উন্নয়ন করা কোভিড-১৯’এর একটি খাওয়ার ওষুধ যোকোভা প্রাথমিক পরিকল্পনার থেকে আগেই আগামী সোমবার থেকে ব্যাপকভাবে বিতরণ করা শুরু করার পরিকল্পনা করেছে।
জাপান সরকার মঙ্গলবার জরুরিভিত্তিতে যোকোভার বিতরণের অনুমতি দেয়। প্রথম জাপানি কোভিড-১৯ ওষুধটি তৈরি করেছে ওষুধ কোম্পানি শিওনোগি। যোকোভা এমনকি মৃদু উপসর্গের চিকিৎসায়ও ব্যবহার করা যেতে পারে।
স্বাস্থ্য মন্ত্রী কাতো কাৎসুনোবু শুক্রবার সাংবাদিকদের বলেন, ১০ লক্ষ লোককে দেয়ার মত ওষুধ ইতোমধ্যেই মজুদ রয়েছে এবং বিতরণের প্রস্তুতি মসৃণভাবে এগিয়ে চলেছে।
তিনি বলেন, সরকার প্রাথমিকভাবে ডিসেম্বর মাসের প্রথমদিকে ওষুধটির বিতরণ শুরু করার পরিকল্পনা করেছিল, তবে তারা বিতরণের তারিখটি আগামী সোমবারে এগিয়ে নিয়ে আসবে।
যোকোভা ওষুধটি প্রায় ২ হাজার ৯০০টি চিকিৎসা স্থাপনায় বিতরণ করা হবে যেগুলো জেলা সরকারের ওয়েবসাইটে তালিকাভুক্ত করা থাকবে। (এনএইচকে)
আর এ