জাপান স্বাস্থ্য মন্ত্রনালয়ের কাছে নতুন করোনভাইরাসের জন্য তৈরি করা আরএনএ ভ্যাকসিন ব্যবহার করার অনুমোদন চেয়েছে জাপানি ওষুধ প্রস্তুতকারক ডাইচি সানকিও কোম্পানি।শুক্রবার সানকিও কোম্পানি জাপানের স্বাস্থ্য মন্ত্রনালয়ের কাছে এমআরএনএ ভ্যাকসিন তৈরি ও বিক্রয়ের জন্য অনুরোধ জানিয়েছে বলে জানায় স্বাস্থ্য মন্ত্রনালয়।
স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়,একই ধরনের ভ্যাকসিন ফাইজার এবং মডার্না তৈরি করেছে। ফাইজার এবং মডার্না তৈরি ভ্যাকসিনটি ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানে ব্যবহার করা হয়েছে।
ডাইচি সানকিও কোম্পানি জানায়,এর আগে নতুন করোনভাইরাসের প্রভাবশালী ভেরিয়েন্টের জন্য উপযোগী করা হয়েছে তাদের এমআরএনএ ভ্যাকসিনটি।পাশাপাশি তৃতীয় ডোজ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে এমআরএনএ ভ্যাকসিনটি।এছাড়া চলতি বছরের শেষ নাগাদ ভ্যাকসিনটি ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে জানায় সানকিও কোম্পানি।
এছাড়া অত্যন্ত সংক্রামক ওমিক্রনের জন্য একই ভ্যাকসিন ব্যবহার করে এপ্রিল থেকে ক্লিনিকাল ট্রায়াল শুরু করার পরিকল্পনা করেছে কোম্পানিটি।
আর সি