- শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

| পৌষ ৭ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

বন্ধ হতে পারে বিনামূল্যের কোভিড পরীক্ষা ও চিকিৎসা ব্যবস্থা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ০০:১২, ৩ মার্চ ২০২৩

বন্ধ হতে পারে বিনামূল্যের কোভিড পরীক্ষা ও চিকিৎসা ব্যবস্থা

ছবি: আরএসিজিপি

মে মাসে সরকার কোভিড-১৯এর আইনগত শ্রেণীবিভাগ নিম্নমুখী করে নেয়ার পর জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় বিনামূল্যের করোনাভাইরাস পরীক্ষা ও চিকিৎসা বন্ধ করে দেয়া বিবেচনা করে দেখছে।

জাপান সরকার মে মাসের ৮ তারিখে কোভিড-১৯কে পাঁচটি শ্রেণী বিন্যাসের মধ্যে মৌসুমী ফ্লু যেখানে অন্তর্ভুক্ত সেই সর্বনিম্ন ধাপে নামিয়ে আনার সিদ্ধান্ত ইতিমধ্যে গ্রহণ করেছে।

কোভিড-১৯কে বর্তমানে দ্বিতীয় ধাপের রোগ হিসাবে শ্রেণীভুক্ত করা হয়, যা হচ্ছে দ্বিতীয় সবচেয়ে মারাত্মক পর্যায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা কোভিড-১৯ রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের বর্তমান ব্যবস্থা পর্যালোচনা করে দেখলেও তারা বলছেন মে মাসে নিম্ন পর্যায়ে শ্রেনীভুক্ত করার পর নার্সিং সেবা প্রদান কেন্দ্রগুলোতে কর্মরত লোকজনের জন্য করোনাভাইরাস পরীক্ষার খরচ বহন অব্যাহত রাখার পরিকল্পনা তারা করছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে চলতি মাসের শুরুর দিকে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করার আগে স্থানীয় বিভিন্ন সরকার এবং চিকিৎসা বিশেষজ্ঞদের সাথে পরিকল্পনা নিয়ে মন্ত্রণালয় আলোচনা করবে। (এনএইচকে)

আরএএস