- শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫

| পৌষ ১৯ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চলছে

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ২১:৫৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চলছে

বুধবার সারা দেশে প্রায় ৮ লক্ষ ২০ হাজার ভোট কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চলছে। ২০০ মিলিয়নেরও বেশি মানুষ ভোট দেওয়ার জন্য যোগ্য।

বিজয়ী প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদোর স্থলাভিষিক্ত হবেন।

ইন্দোনেশিয়ায় প্রতি পাঁচ বছর পর পর প্রেসিডেন্ট নির্বাচন হয়। এবারের নির্বাচনে তিনজন পুরুষ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতিরক্ষা মন্ত্রী প্রাবোও সুবিয়ান্তো নিজেকে জোকোর উত্তরসূরি হিসেবে বর্ণনা করেছেন এবং প্রেসিডেন্টের নীতি অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন।

মধ্য জাভার সাবেক গভর্নর গাঞ্জার প্রানোও-ও বলেছেন যে দেশের রাজধানীর পরিকল্পিত স্থানান্তর সহ জোকোর মূল নীতিসমূহ তিনি বজায় রাখবেন।

জাকার্তার প্রাক্তন গভর্নর আনিস বাসওয়েদান বর্তমান প্রশাসনের সমালোচনাকারীদের সমর্থন প্রত্যাশা করছেন। রাজধানী স্থানান্তর পরিকল্পনার আংশিক পর্যালোচনা এবং ইন্দোনেশিয়ার অর্থনৈতিক বৈষম্য সংশোধন করার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন।

সর্বশেষ জরিপে দেখা গেছে ৫০ শতাংশের বেশি সমর্থনের হার নিয়ে প্রাবোও এগিয়ে আছেন।

কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠ ভোট না পেলে জুন মাসে শীর্ষ দুই প্রার্থীর মধ্যে
আবারও প্রতিযোগিতা হবে।

এম কে এম