- শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

| পৌষ ৭ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

গাজায় হামলা বন্ধের আহ্বান জানানো ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ০৮:০৯, ৭ এপ্রিল ২০২৪

গাজায় হামলা বন্ধের আহ্বান জানানো ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার

জিম্মি দশায় থেকে এক ভিডিও বার্তায় গাজায় হামলা বন্ধ করতে ইসরায়েলের সরকারের প্রতি আহ্বান জানানো এলাদ কাৎজির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার রাতে গাজার খান ইউনিসে অভিযান চালানোর সময় তার মরদেহ উদ্ধার করার কথা ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়। 

ইসরায়েলের সামরিক বাহিনী আরও জানিয়েছে, এলাদ কাৎজিরের মরদেহ গাজা থেকে ইসরায়েলে নেওয়া হয়েছে। 

এদিকে কিৎজিরের মৃত্যুর জন্য ইসরায়েলের সরকারকে দায়ী করছেন তার বোন পালতি কাৎজির। তিনি বলেন, যুদ্ধবিরতির নতুন চুক্তিতে ইসরায়েল সরকার রাজি হলে তার ভাই জীবিত বাড়িতে ফিরে আসতেন। 

ইসরায়েলের নেতারা ভীরু দাবি করে পালতি কাৎজির বলেন, রাজনৈতিক স্বার্থে তারা সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রী, যুদ্ধকালীন মন্ত্রিসভা ও জোট সরকারের সদস্যরা আপনারা আয়নার সামনে গিয়ে নিজেদের দিকে একবার তাকান এবং বলুন, আপনাদের হাত রক্তে রঞ্জিত কি না।

উল্লেখ, গত ৭ অক্টোবর ইসরায়েলের কিব্বুৎজ নির ওজ এলাকা থেকে এলাদ কাৎজিরকে জিম্মি করে গাজায় নিয়ে গিয়েছিলেন হামাস যোদ্ধারা।

এম কে এম