- শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

| পৌষ ৭ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের প্রথম সাক্ষী মেক্সিকো

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ০৮:০৫, ৯ এপ্রিল ২০২৪

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের প্রথম সাক্ষী মেক্সিকো

মহাজাগতিক দৃশ্য বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের প্রথম হয়েছে সাক্ষী মেক্সিকো। ইস্টার্ন টাইম জোন অনুযায়ী ২টা ৭ মিনিটে সূর্যগ্রহণ শুরু হয়। সূর্যগ্রহণটি প্রথম প্রত্যক্ষ করেছেন মেক্সিকোর মাজাতলানের বাসিন্দারা। এ সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে। 

ওই সময় ওই অঞ্চলটি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। যা ৪ মিনিটেরও বেশি সময় স্থায়ী ছিল।

মেক্সিকোতে প্রকৃতির এই অপূর্ব নিদর্শন যখন দেখা যাচ্ছিল তখন সেটি প্রত্যক্ষ করার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দারা।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চলাকালে চাঁদ সম্পূর্ণভাবে সূর্যকে ঢেকে ফেলার কারণে এ সময় কিছু এলাকায় দিনের বেলাতেই অন্ধকার নেমে আসে। প্রায় সাড়ে চার মিনিট এ পরিস্থিতি বিরাজ করে।

তবে আঁধার নেমে আসার সময়টা ঠিক কতক্ষণ স্থায়ী হবে সেটি নির্ভর করবে স্থানের ওপর। নাসার হিসাব মতে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যে কোনোখানেই এক মিনিট থেকে সাড়ে চার মিনিট স্থায়ী হতে পারে।

এম কে এম