জাপান আবহাওয়া সংস্থা কর্তৃক ইশিকাওয়া প্রিফেকচারে জারি করা ভূমিকম্পের সতর্কতা নিম্নরূপ।
দিন এবং সময়:৯ মে ২০২৩, ৫:১৪ মিনিটে
কেন্দ্রস্থল: ইশিকাওয়া প্রিফেকচারের বাইরে এন-৩৭.৫, ই- ১৩৭.৩
গভীরতা:১০ কিলোমিটার
প্রাথমিক মাত্রা: ৪.৯
ভূমিকম্পের তীব্রতা স্কেল: সর্বোচ্চ ৭ এবং ৪
উল্লেখ্য,সুনামির সতর্কতা জারি করা হয়নি।
আর সি