ছবি:কিয়োদো নিউজ
প্রাথমিক, জুনিয়র হাই এবং হাই স্কুলে শিক্ষার্থীদের পরীক্ষায় চ্যাটবট চ্যাটজিপিটি-এর মতো জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার নিষিদ্ধ করার জন্য নতুন নির্দেশিকা বাস্তবায়নের পরিকল্পনা করছে জাপান।আজ বৃহস্পতিবার এই তথ্য জানায় জাপানের শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয় জানায়,চ্যাটবট চ্যাটজিপিটি-এর মতো জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পূর্ণভাবে এড়ানো সম্ভব না।নতুন নির্দেশিকা বাস্তবায়নের পরিকল্পনায় কিছু ক্ষেত্রে তালিকাভুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার।যেসব ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হয়েছে সেগুলো হলো- শ্রেণীকক্ষে আলোচনার সুবিধার্থে ধারণা তৈরি করা, ইংরেজি কথোপকথনে ব্যাকরণ সংশোধন করা বা উন্নত প্রোগ্রামিং দক্ষতা অধ্যয়নে।
শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানায়,স্টেকহোল্ডারদের মতামত শুনে এবং প্রয়োজনীয় সংশোধন করার পর জুলাই মাসের প্রথম দিকে নির্দেশিকা প্রকাশ করা হবে।
আর সি