ছবি:এনএইচকে
জাপানের সবচেয়ে বড় গ্রীষ্মকালীন উৎসবের একটি বুধবার উত্তর-পূর্ব জাপানের আওমোরি শহরে শুরু হয়েছে। বার্ষিক সেই উৎসব চার বছরের মধ্যে প্রথম করোনাভাইরাস নিয়ন্ত্রণ মুক্ত অবস্থায় অনুষ্ঠিত হচ্ছে।
জাপানের প্রাচীন ইতিহাসের যোদ্ধাদের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা বিশাল আকারের ভাসমান শকট ‘নেবুতা’ বহন করা একটি শোভাযাত্রা হচ্ছে আওমোরি নেবুতা উৎসবের বৈশিষ্ট্য।
প্রায় পাঁচ মিটার উঁচু বিশাল আকারের একটি ভাসমান শকট বহন করার মধ্যে দিয়ে সন্ধ্যা সাতটার দিকে শোভাযাত্রা শুরু হয়।
‘হানেতো’ নামে পরিচিত নৃত্যশিল্পীরা শকটের চারদিক থেকে ভেসে আসা বাঁশি ও ঢোলকের শব্দের সাথে লাফ দেন এবং চিৎকার করেন। করোনাভাইরাস প্রতিরোধ পদক্ষেপ হিসাবে গত বছর নর্তকীদের সংখ্যা আগে যারা তালিকাভুক্ত হয়েছিলেন তাদের মধ্যে সীমিত রাখা হয়েছিল।
সোমবার পর্যন্ত উৎসব চলবে। আতশ বাজি পোড়ানোর চূড়ান্ত আয়োজন শেষ দিনের সন্ধ্যায় অনুষ্ঠিত হবে, শকটগুলো যখন একই সাথে সমুদ্রে প্রদর্শন করা হবে।(এনএইচকে)
আরএএস