ছবি:এনএইচকে
নিইগাতা ও ফুকুই জেলায় বুধবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাওয়ায় জাপানের বিস্তৃত এলাকা জুড়ে তাপমাত্রা আবারও বৃদ্ধি পেয়েছে।
আবহাওয়া এজেন্সি বলছে গ্রীষ্মমণ্ডলীয় প্রচণ্ড ঝড় খানুনের কারণে দক্ষিণ দিক থেকে আসা উষ্ণ হাওয়া জাপান সাগর বরাবর এলাকাগুলোর উপর প্রবাহিত হচ্ছে। এজেন্সি বলছে পাহাড়ের উপর বাতাস শুকিয়ে যাওয়ায় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফেন প্রপঞ্চ প্রধানত জাপান সাগরের উপকূলে ঘটছে।
আবহাওয়া এজেন্সি এবং পরিবেশ মন্ত্রণালয় হোক্কাইদো থেকে উত্তর কিউশু পর্যন্ত ১৮টি জেলায় বৃহস্পতিবারের জন্য হিট স্ট্রোক সতর্কতা জারি করেছে।
হিট স্ট্রোক সারা দেশ জুড়ে মৃত্যু ও অসুস্থতার কারণ হয়ে উঠছে। কর্মকর্তারা লোকজনকে অপ্রয়োজনে বাইরে বের হওয়া এড়িয়ে চলা, এয়ার কন্ডিশনার ব্যবহার করার মত উপায়ে ঘরের তাপমাত্রা প্রয়োজন অনুযায়ী সমন্বয় করে নেয়া এবং এমন কি তৃষ্ণা না পেলেও প্রায়শই তরল পানীয় পানের পরামর্শ দিচ্ছেন। (এনএইচকে)
আরএএস