- শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

| পৌষ ৭ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

ফুজি পর্বতে প্রচুর পর্বতারোহীদের ভিড়

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ০১:৫৪, ১২ আগস্ট ২০২৩

ফুজি পর্বতে প্রচুর পর্বতারোহীদের ভিড়

ছবি: শাটারস্টক

পর্বত দিবস হিসেবে পরিচিত জাতীয় ছুটির দিনে, আজ শুক্রবার মধ্য জাপানের ফুজি পর্বতে অনেক পর্বতারোহী ভিড় জমিয়েছেন।

জাপানের এই সর্বোচ্চ পর্বতের চারপাশের অঞ্চলে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া অব্যাহত ছিল। উল্লেখ্য, চলতি বছরের পর্বতারোহণের মৌসুম উপলক্ষে গত ১লা জুলাই পর্বতারোহীদের জন্য আরোহণের পথ খুলে দেয়া হয়।

পর্বতটির পঞ্চম স্টেশনটি, নয়নাভিরাম দৃশ্য উপভোগের জন্য যাওয়া দর্শনার্থী এবং পর্বতের চূড়ায় আরোহণরত পর্বতারোহীদের ভিড়ে পূর্ণ ছিল।

টোকিও থেকে যাওয়া এক নারী বলেন, গতবছর তার আরোহণ উপভোগ করায় তিনি পর্বতটিতে পুনরায় ফিরে এসেছেন। তার ভাষ্যমতে, পরের দিন পর্বতের চূড়া থেকে সূর্যোদয় দেখার জন্য তিনি অধীর প্রতীক্ষায় রয়েছেন।

ইতালি থেকে আসা এক পুরুষ পর্যটক বলেন, তিনি পর্বতচূড়া থেকে দৃশ্যাবলী উপভোগের প্রত্যাশা করছেন।

উল্লেখ্য, ফুজি পর্বত মধ্য জাপানের দুই জেলা-ইয়ামানাশি এবং শিযুওকা জুড়ে বিস্তৃত।

অতিরিক্ত ভিড় যদি কারো পড়ে যাওয়া বা পাথর-চ্যুতির মতো ঝুঁকির সৃষ্টি করে, তাহলে আগামী শুক্রবার থেকে পর্বতারোহীদের উপর কিছু বিধিনিষেধ আরোপ করবে ইয়ামানাশি জেলা কর্তৃপক্ষ। (এনএইচকে)

আরএএস