- শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

| পৌষ ৭ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

ভারী তুষারপাত টোকিও এলাকায় যানবাহন চলাচলকে ব্যাহত করেছে

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৩, ৭ ফেব্রুয়ারি ২০২৪

ভারী তুষারপাত টোকিও এলাকায় যানবাহন চলাচলকে ব্যাহত করেছে

মঙ্গলবার টোকিও এবং এর আশেপাশে ভারী তুষারপাত পরিবহণ নেটওয়ার্কগুলোকে ব্যাহত করেছে।

আবহাওয়া কর্মকর্তারা বলছেন যে সোমবার রাতে তুষারপাত সবচেয়ে বেশি ছিল এবং কেন্দ্রীয় টোকিওতে ৫ সেন্টিমিটার তুষারপাত হয়েছে৷

যানবাহন চলাচল পরিচালনাকারীরা মেট্রোপলিটন এবং তোমেই এক্সপ্রেসওয়ে'সহ বেশ কয়েকটি প্রধান রাস্তা বন্ধ করে দেয়।

পূর্ব জাপান রেলওয়ে কোম্পানি জানাচ্ছে, গাছ পড়ে যাওয়ার কারণে তাদের কিছু এক্সপ্রেস ট্রেন থামতে বাধ্য হয়, যার ফলে কয়েকজন যাত্রী ভেতরে আটকা পড়েন।

এম কে এম