- শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

| পৌষ ৭ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

ভূমিকম্প থেকে ফিরে আসার পর নতুন চ্যালেঞ্জের মুখে এলাকাবাসীরা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ২০:০৫, ৭ ফেব্রুয়ারি ২০২৪

ভূমিকম্প থেকে ফিরে আসার পর নতুন চ্যালেঞ্জের মুখে এলাকাবাসীরা

নববর্ষের দিনে মধ্য জাপানের নোতো উপদ্বীপে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর ৫ সপ্তাহেরও বেশি সময় পার হয়ে গেছে।

এলাকাবাসীরা এখন তাদের স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের ফিরে আসা এবং সচল হয়ে উঠা প্রত্যাশা করছেন।

ভূমিকম্পের পর ওয়াজিমা সিটিতে ব্যাপক অগ্নিকাণ্ডে প্রায় ২০০টি ভবন পুড়ে যায়। ছুটির দিনের বাজারের জন্য বিখ্যাত একটি সড়ক পর্যটক এবং স্থানীয়দের একইভাবে আকৃষ্ট করে আসছিল।

কিছু দোকান মালিক কানাজাওয়া শহরে চলে গেছেন। কীভাবে তাদের ব্যবসা পুনরায় চালু করা যায় তা নিয়ে আলোচনা করতে মঙ্গলবার তারা সেখানে বৈঠকে মিলিত হন। শহরের কানাইওয়া বন্দরের গাড়ি পার্কিংয়ের একটি জায়গায় সকালের বাজার চালু করার সিদ্ধান্ত তারা নিয়েছেন। ব্যবসায়ীরা জানিয়েছেন, সেটাকে নিয়মিত আয়োজন করে নেয়া তারা বিবেচনা করে দেখবেন।

শিক্ষার্থীরাও তাদের স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার চেষ্টা করছে।

ওয়াজিমার সাতটি প্রাথমিক এবং জুনিয়র হাই স্কুল অবশেষে মঙ্গলবার পুনরায় চালু হয়েছে। তবে শিক্ষার্থীরা তাদের পরিচিত স্কুল চত্বরে ফিরে আসেনি। স্কুলের বাইরে শহরের কেন্দ্রে অবস্থিত একটি হাই স্কুলে ক্লাস চলছে।

ইশিকাওয়া জেলার সব কয়টি সরকারি প্রাথমিক ও জুনিয়র হাই স্কুল এখন পুনরায় চালু হয়েছে।

এম কে এম