- শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

| পৌষ ৭ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া সম্মিলিত সামুদ্রিক মহড়া

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ০৮:২৬, ৮ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া সম্মিলিত সামুদ্রিক মহড়া

সম্মিলিত সামুদ্রিক মহড়া পরিচালনা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ফিলিপাইনের প্রতিরক্ষা এবং সশস্ত্র বাহিনী। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি মুক্ত ও অবাধ চলাচলকে সমর্থন করতে ‘মেরিটাইম কো-অপারেটিভ অ্যাক্টিভিটি’ নামের এই মহড়া পরিচালনা করবে দেশগুলো। শনিবার (৬ এপ্রিল) এই তথ্য জানিয়েছে ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

একটি যৌথ বিবৃতিতে ম্যানিলার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৭ এপ্রিল ফিলিপাইনের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে এই মহড়া অনুষ্ঠিত হবে।

তবে রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে আরও বিস্তারিত কিছু জানানো হয়নি।

এম কে এম