ছবি: নাসা
জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে জাপানি নভোচারীরাই প্রথম নাসা'র চন্দ্র অভিযানে যোগ দেবেন। বুধবার ওয়াশিংটনে তারা এই ঘোষণা দিয়েছেন।
সর্বশেষ ৫০ বছরেরও বেশি সময় আগে শুধুমাত্র আমেরিকান নভোচারীরা চন্দ্রপৃষ্ঠে পা রেখেছিল। নাসা'র আর্টেমিস প্রকল্পের কর্মকর্তারা ২০২৬ সালে আবার চাঁদে নভোচারী পাঠানো শুরু করার আশা করছেন।
জাপানের বিজ্ঞানমন্ত্রী মোরিইয়ামা মাসাহিতো এবং নাসা'র প্রশাসক বিল নেলসন মঙ্গলবার তাদের যৌথ লক্ষ্যের রূপরেখার একটি চুক্তি স্বাক্ষর করেছেন। এতে জাপানি নভোচারীরা দুটি অভিযানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এই অভিযানকালীন নভোচারীরা জাপানের মহাকাশ সংস্থা জাক্সা, টয়োটা মোটর এবং অন্যান্য সংস্থাগুলোর নির্মিত একটি যান পরিচালনা করবে।
মোরিইয়ামা বলেন, তার দেশের সরকার, মহাকাশ শিল্প এবং বিশেষজ্ঞরা চাঁদের তীব্র পরিবেশ সহ্য করতে পারে এমন একটি রোভার যান তৈরি করতে গবেষণা করছেন। (এনএইচকে)
আরএএম/এসআই