- শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

| পৌষ ৭ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

জাপানসহ তিন দেশের যৌথ মহড়া গণমাধ্যমকে প্রত্যক্ষ করার অনুমতি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ০২:২৫, ১৩ এপ্রিল ২০২৪

জাপানসহ তিন দেশের যৌথ মহড়া গণমাধ্যমকে প্রত্যক্ষ করার অনুমতি

ছবি: এনএইচকে

পূর্ব চীন সাগরে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামুদ্রিক মহড়া গণমাধ্যমকে সরাসরি প্রত্যক্ষ করার বিরল অনুমতি দিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

বৃহস্পতিবার ও শুক্রবার জাপানের ওকিনাওয়া জেলার মূল দ্বীপের উত্তর দিকের সমুদ্রে মহড়া পরিচালনা করে মার্কিন নৌবাহিনী, জাপানের নৌ-আত্মরক্ষা বাহিনী বা এমএসডিএফ এবং দক্ষিণ কোরীয় নৌবাহিনী। মার্কিন পরমাণু শক্তি চালিত বিমানবাহী রণতরী থিওডোর রুজভেল্ট'সহ তিনটি দেশের মোট ছয়টি জাহাজ এতে অংশ নেয়।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরীয় গণমাধ্যমকে রণতরীটির ফ্লাইট ডেক থেকে জেটবিমান উড্ডয়ন প্রত্যক্ষ করার সুযোগ দেয় মার্কিন সেনাবাহিনী।

যৌথ মহড়ার মধ্যে ডুবোজাহাজ শনাক্তকরণের জন্য উপাত্ত ভাগাভাগির পাশাপাশি তা অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ব্যবহার করার প্রক্রিয়াসমূহ নিশ্চিতকরণও অন্তর্ভুক্ত ছিল।

জাপানের এমএসডিএফ'এর ভাষ্যানুযায়ী, গণমাধ্যমকে তিনটি দেশের যৌথ সামুদ্রিক মহড়া প্রত্যক্ষ করার অনুমতি দেওয়া বিরল এবং কমপক্ষে পাঁচ বছরের মধ্যে তারা এবারই প্রথমবারের মতো এই সুযোগ পেয়েছে। (এনএইচকে)

আরএএম/এসআই