ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী কামিকাওয়া ইয়োকো।
আজ রবিবার প্রকাশিত এক বিবৃতিতে কামিকাওয়া বলেন, জাপান বিশ্বাস করে যে এই হামলা মধ্যপ্রাচ্য পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে। তিনি জাপান সরকারের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানান।
মধ্যপ্রাচ্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা জাপানের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমন উল্লেখ করে কামিকাওয়া এও বলেন যে জাপান সংশ্লিষ্ট পক্ষগুলোকে উত্তেজনা হ্রাসে কাজ করার আহ্বান জানাবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট এলাকায় জাপানি নাগরিকদের সুরক্ষায় সরকার যথাসাধ্য চেষ্টা করবে। তিনি আরও বলেন, জাপান পরিস্থিতির আরও অবনতি রোধে প্রয়োজনীয় কূটনৈতিক প্রচেষ্টা চালাতেও বদ্ধপরিকর।
এম কে এম