- শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

| পৌষ ৭ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

বিদেশী শিক্ষার্থীদের জাপান প্রবেশে নিয়ম শিথিল করতে যাচ্ছে সরকার

ষ্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬:০৩, ১৫ জানুয়ারি ২০২২

বিদেশী শিক্ষার্থীদের জাপান প্রবেশে নিয়ম শিথিল করতে যাচ্ছে সরকার

ছবি:ইন্টারনেট

বিদেশী শিক্ষার্থীদের জাপান প্রবেশের ক্ষেত্রে বর্তমানে আরোপিত নিয়ম কানুন শিথিল করতে যাচ্ছে সরকার।যেসব শিক্ষার্থীরা জাপানের স্কুল গুলোতে তাদের পড়াশোনার অনুমতি সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন করেছে কিন্তু গত ২-৩ বছর ধরে জাপানে প্রবেশ করতে পারছে না তাদের ক্ষেত্রে এ শিথিলতা কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।

জানা যায়,যারা বৃত্তি পেয়েও জাপানে প্রবেশ করতে পারছে না তাদের জন্য প্রাথমিক ভাবে এ নিয়ম শিথিল করলেও পর্যায়ক্রমে সকলকে অনুমতি দেওয়া হবে। এ নিয়ে ক্যাবিনেট সচিব হিরোকাজু মাতসুনো বলেন, যারা বিভিন্ন দেশ থেকে জাপানে পড়াশোনার অনুমতি পেয়েও আসতে পারছে না তাদের বিষয়ে আমরা কিছু উদ্যোগ নিতে যাচ্ছি। যারা এই দেশে স্নাতক অথবা স্নাতকোত্তর করতে আসতে পারছে না তাদের আমরা জাপান প্রবেশের অনুমতি দেব।পরবর্তীতে পর্যায়ক্রমে সকলকে অনুমতি দেওয়া হবে।

উল্লেখ্য,করোনার কারনে জাপানের বাইরে থেকে কোন নতুন শিক্ষার্থী প্রবেশ করতে পারছে না গত ১ বছরেরও বেশি সময় ধরে।এ নিয়ে জাপানের প্রতি  ইচ্ছুক শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা কাজ করছে বলে জানা গেছে বিভিন্ন  সূত্রের মাধ্যমে।    

আর সি