- সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪

| পৌষ ১৬ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

করোনভাইরাস মহামারীর প্রভাবে ৫৪% শিক্ষার্থীর পড়াশোনায় অনীহা

ষ্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯:৩৯, ২০ এপ্রিল ২০২২

করোনভাইরাস মহামারীর প্রভাবে ৫৪% শিক্ষার্থীর পড়াশোনায় অনীহা

জাপানের প্রাথমিক, জুনিয়র হাই এবং হাই স্কুলের ৫৪.৩ শতাংশ শিক্ষার্থী বলেছে করোনভাইরাস মহামারীর কারণে তাদের পড়াশোনা করায় অনীহা প্রকাশ করেছে  একটি বেসরকারী জরিপে।

জাপানে মহামারী শুরু হওয়ার আগের বছর ২০১৯ সালে এই সংখ্যাটি ৪৫.১ শতাংশ এবং করোন মহামারী ছড়িয়ে পড়ার পরে ২০২০ সালে এই সংখ্যা হয়েছে ৫০.৭ শতাংশ।২০১৫ সালে প্রথম এই ধরনের তথ্য সংগ্রহ করা শুরু করে জাপান।বেনেস এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এবং টোকিও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স দ্বারা গবেষণাটি পরিচালিত হয়েছিল।

২০২১ সালের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে চতুর্থ শ্রেণী থেকে উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় ১০,০০০ শিক্ষার্থীর কাছ থেকে মেল এবং অন্যান্য উপায়ে উত্তর সংগ্রহ করেছে এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট।    

আর সি