টোকিওতে ৭ জনকে হত্যার দায়ে দন্ডপ্রাপ্তের ফাঁসি কার্যকর
২০০৮ সালে টোকিও`র আকিয়াবাড়াতে ছুরিকাঘাতে সাত জনকে হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে। মঙ্গলবার আইনমন্ত্রী ইয়োশিহিসা ফুকুকাওয়া সাংবাদিকদের একথা জানান।
দেশটির আইন মন্ত্রী ইয়োশিহিসা ফুরুকাওয়া বলেছেন, পরিকল্পনা করে তোমোহিরো কাতো এ হত্যাকাণ্ড ঘটান।
তিনি বলেন, ‘আদালতে পর্যাপ্ত আলোচনার মাধ্যমে এ মামলায় মৃত্যুদণ্ড চূড়ান্ত করা হয়েছে। এ ঘটনার সত্যতার ওপর ভিত্তি করে, আমি অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করার পর মৃত্যুদণ্ড কার্যকর করার অনুমোদন দিয়েছি।’