- সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪

| পৌষ ১৬ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

কারাদণ্ড থেকে খালাস চেয়ে বাবরের আপিল

ষ্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:২৬, ১৪ নভেম্বর ২০২১

কারাদণ্ড থেকে খালাস চেয়ে বাবরের আপিল

১২ অক্টোবর বাংলাদেশের বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মোহাম্মদ শহিদুল ইসলাম  সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আট বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন। এ রায় ঘোষণার আগে বাবরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাকে আবারও কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আট বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল আবেদন করা হয়েছে।

আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয় বলে  নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান। তিনি জানান, আপিলের একটি অনুলিপি হাতে পেয়েছি।

আর সি