ছবিঃ টোকিও বাংলা নিউজ
কনকনে শীত
সূর্যের দেখা পাওয়া কি সহজ কাজ !
ঘড়ির কাঁটা বলছে
একটু পর শুরু হবে তুষারের খেলা।
ট্রেনের জানালা দিয়ে দেখছি সাদা তুষারের ঝরে পড়া
ধীর গতিতে পড়ছে তো পড়ছেই
মনের ভিতর ভালো লাগার এক অনুভূতি হল
মৃদু হেসে বললাম অপূর্ব সুন্দর সাদা তুষার !
যত দুরে চোখ যায়
বরফে ঢেকে গেছে সব কিছু
হঠাৎ ভেসে উঠল সেই মুখখানি
যা হৃদয়ে লুকিয়ে ছিল
জীবন সংগ্রামে একেক জনের একেক রকম পথ চলা ।
শীতের চাদর জড়িয়ে বুঝি আজও সে হেঁটে যায় মেঠো পথ ধরে
কাঁধে থাকে সেই পুরনো দিনের ঝোলানো ব্যাগ
পাড়ায় সেই চায়ের দোকানে বসে বুঝি আজও আড্ডা চলে তাদের
লিখে যায় সেই কবিতা গুলো নিরবে
সাহিত্য চর্চা আসলেই দুরূহ ব্যাপার
ভাবতাম কি করে এতো কিছু লেখে ফেলে সে নিমেষে ।
মনে কি পড়ে অতীতের এক কবিকে
তেপান্তরের মাঠে ফেলে চলে যাওয়া আর পিছে না তাকানো
নতুন পৃথিবী গড়তে ভীষণ ব্যস্ত
কত পথ আর বন বনাঞ্চল পেরিয়ে
এলাম সেই দারুচিনির দ্বীপে
কনকনে শীতের সকালে পেয়েছি তুষারের নিমন্ত্রণ
কলম চলছে সাদা কাগজের উপর
পাশে ধোঁয়া উঠা কফির মগ।
আর এ