ছবি:টোকিও বাংলা নিউজ
মন চায় অজানায়
হারিয়ে নিজেকে
খুঁজে পাওয়া বারে বারে
ক্ষণিকের ইচ্ছে ডানা ।
কিছুটা আনমনে
ভালোবাসা তার সনে
সেই তুমি এতো কাছে
খুব বেশি মনে পড়ে ।
অবচেতন মনের আয়নায়
মুখ খানি ভেসে উঠে বারে বারে
ভালোবাসা তার সনে
হারিয়ে নিজেকে
খুঁজে পাওয়া বারে বারে ।
বইয়ের পাতায় পাতায়
রেখেছি তোমার ছবি খানি
সেই তুমি এতো কাছে
ক্ষণিকের ইচ্ছে ডানা
হাত দুটো ধরে চল যাই
সবুজের মাঝে হারিয়ে দুজনা ।
রাতের রুপোলী চাঁদ বুঝি আলো দেয় ছড়িয়ে
মায়াবী রাতে সে বুঝি ভাবে আনমনে
ক্ষণিকের ইচ্ছে ডানা
খুব বেশি মনে পড়ে সেই তারে ।